Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক অর্পিত নির্মান,উন্নয়ন,রক্ষনাবেক্ষন এবং মেরামত কাজের পরিকল্পনা,প্রাক্কলন প্রনয়নসহ স্কীম প্রস্তুত করনের দায়িত্ব পালন করা হয় ।

উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক অর্পিত নির্মান,উন্নয়ন,রক্ষনাবেক্ষন ও মেরামত কাজ নিয়মিত তদারকি করা এবং কাজের গুনগতমান নিশ্চিত করিবার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হয় ।

উপজেলা পরিষদ বা সরকার  কর্তৃত তাঁহার উপর অর্পিত ক্রয় কার্যক্রম ( পাবলিকি প্রকিউরমেন্ট) পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয় ।

উপজেলা ও ইউনিয়ন পরিষদকে নির্মান, উন্নয়ন,রক্ষনাবেক্ষন, মেরামত কাজে কারিগরী পরামর্শ ও সহায়তা প্রদান  করা হয়।

উপজেলার সড়কসহ অন্যান্য ভৌত অবকাঠামোর উন্নয়ন পরিকল্পনা প্রনয়নে উপজেলা পরিষদকে সহায়তা করা এবং উপজেলা পরিকল্পনা বই প্রনয়ন রক্ষনাবেক্ষন ও হালনাগাদ করা। ইহা ছাড়াও উপজেলার অর্ন্তগত সকল উপজেলা ও ইউনিয়ন সড়কের  রাস্তার অবস্থা, যানবাহন চলাচলের সংখ্যা এবং সড়কের সেতু/কালভার্ট এর অবস্থা পর্যাবেক্ষন করে উপজেলা ডাটাবেজ হালনাগাদ করে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পেরন করা হয় ।

উপজেলা পরিষদ অথবা সরকার কর্তৃক অর্পিত প্রাথমিক শিক্ষা উন্নয়ন সম্পর্কিত অবকাঠামো এবং অন্যান্য অবকাঠামো নির্মান, উন্নয়ন ও রক্ষনাবেক্ষন কাজ বাস্তবায়ন করা হয় ।

উপজেলার  ক্ষুদ্র পানি সম্পদ স্কীম যেমন-খাল খনন, বাঁধ, সেচ নালা ও পানি অবকাঠামো নির্মান ইত্যাদি কাজের  পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করা হয়।

উপজেলা গ্রোথ সেন্টার/হাট বাজার উন্নয়ন,রক্ষনাবেক্ষন ও মেরামতের অর্পিত দায়িত্ব পালন করা হয়।

উপজেলার চলমান নির্মান, উন্নয়ন, রক্ষনাবেক্ষন, মেরামত কাজ বাস্তবায়নের নিয়মিত অগ্রগতির প্রতিবেদন উপজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা হয়।

১০

আইন ও বিধি অনুসারে অর্থ ব্যয় করা এবং খরচের যথাযথ হিসাব সংরক্ষন করা হয়।

১১

সরকার, উপজেলা পরিষদ বা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ প্রদও অন্যান্য দায়িত্ব পালন করা হয়।

১২

উপজেলা পারিষদ ও ইউনিয়ন পরিষদের কাজে কারিগরী ও বিল প্রদানে সহায়তা প্রদান করা হয়।

১৩

দুঃস্থ/অসহায়/বিধবা/স্বামী পরিত্যক্তা মহিলাদের এলসিএস এর মাধ্যমে কর্মসংস্থান করা হয় ।

১৪

ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় উপ-প্রকল্প হস্তান্তরের পর পাবসস কর্তৃক অংশগ্রহন মূলক নিয়মিত রক্ষনাবেক্ষন করার পর অর্থ প্রাপ্তি ও শর্ত সাপেক্ষে পাবসস এর উপকারভোগী সদস্যবৃন্দের দ্বারা কাজ বাস্তবায়নের কারিগরী ও বিল প্রদানে সহায়তা প্রদান করা হয়।

১৫

মাঠ পর্যায় বিভিন্ন প্রকল্পের প্রাক্কলন ও নক্সা তৈরী করা হয়।

১৬

প্রাথমিক বিদ্যালয় নির্মান, পুনঃ নির্মান ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়।